হবিগঞ্জে অভিযান চালিয়ে ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৩ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি।
শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর থানায় ৮ জন, হবিগঞ্জ সদর থানায় ৪ জন, নবীগঞ্জ ও লাখাই থানায় ৩ জন করে, বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ থানায় ২ জন করে, চুনারুঘাট, বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানায় একজন করে মোট ২৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব