রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে ট্রাকচাপায় সাইদুর রহমান (৪০) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, নিহত সাইদুর রহমান উপজেলার আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসার শিক্ষক। আজ রবিবার দুপুরে দেড়টার দিকে উপজেলা সারাংপুর কলেজ মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা