কুমিল্লায় ৫ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে অজ্ঞাত এক গৃহবধূ (৩৫) আত্মহত্যা করেছেন। রবিবার বিকালে কুমিল্লা রেলস্টেশনের অদূরে শাসনগাছা ঈদগার পাশে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টা থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারী তার শিশু সন্তানকে নিয়ে শাসনগাছা এলাকার ঈদগার পাশে অবস্থান নেন। বিকাল আড়াইটার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছলে ওই নারী তার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে শিশু সন্তানটি বেঁচে যায়, তবে তার ১টি পা ক্ষত-বিক্ষত হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা