বগুড়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও কাহালুর মুরইল সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ ও একেএম আব্দুল হককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে মুরইল সড়ক থেকে তাকে গ্রেফতার করে। আব্দুল হক কাহালু উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহরের চকলোকমান এলাকার বসবাস করেন।
বগুড়ার কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান গ্রেফতারকৃত আব্দুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, জেলার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার বিকাল ৩টায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রিধইল গ্রামে অভিযান চালিয়ে বুড়ইল ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলীমকে (২৮) গ্রেফতার করে। আলীম রিধইল গ্রামের ছাবের আলীর পুত্র।
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা