পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ২ জনকে হত্যার অভিযোগে নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক কাম্যাক্ষা চন্দ্র দাসসহ ৮ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি কাম্যাক্ষা চন্দ্র দাসসহ যুবদল বিএনপির ৮ নেতাকর্মী নোয়াখালীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চৌমুহনীতে অবরোধের সমর্থনে বিএনপি মিছিল বের করে । এ সময় পুলিশের সাথে নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। গুলিতে ২জন নিহত হয়। পরে পুলিশ বাদী হয়ে বিএনপি জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় কাম্যাক্ষা চন্দ্র দাসসহ বিএনপির নেতা কর্মীরা আদালতে হাজির হন।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা