বরিশালে পুলিশের বাঁধা উপক্ষো করে মিছিল, পুলিশের ওপর হামলা এবং দোকান ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম রবিবার এই রায় দেন। রায় ঘোষণার সময় অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত থাকলেও ২ জন অনুপস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন জানান, ২০১৩ সালের ১ এপ্রিল বিএনপি নেতাকর্মীরা জেলখানা মোড় থেকে একটি মিছিল বের করে সদর রোডের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা উপক্ষো করে মিছিল সামনের দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ারস্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে অভিযোগে ওইদিনই কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন এসআই ফয়সাল আহমেদ।
মামলায় মহানগর বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, মাহবুবুর রহমান পিন্টু , ছাত্রদল নেতা আফরোজা খানম নাসরিন সহ ১৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়। প্রায় ১ মাস তদন্ত শেষে উল্লিখিত ৪ জনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত পুলিশের তদন্ত কর্মকর্তা। আদালতে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে বেকসুর খালাস দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমন।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা