মিরসরাইয়ে অস্ত্র ও চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন টিটুকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বারইয়ারহাট পৌরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত টিটু উপজেলার জোরারগঞ্জ থানার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের মৃত আরব আলীর পুত্র।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, টিটুর বিরুদ্ধে একটি অস্ত্র ও ২ টি চাঁদাবাজির মামলায় থানায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা