শেরপুরে ৫ মামলায় ৭ বছরের সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা দন্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম লিটন নামে পলাতক এক আসামিকে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে শ্রীবরর্দী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, শ্রীবরর্দী উপজেলার সাতানি মথুরাদি গ্রামের জনৈক চান মিয়ার ছেলে সফিকুলকে বিভিন্ন মামলায় আদালত ৭ বছরের জেল ও উক্ত টাকা জরিমানা করে। বিচারাধীন অবস্থায় সে পালিয়ে ছিল।
আজ ১৫ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরর্দী থানা পুলিশ পার্শ্ববর্তী বকশিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করে শ্রীবরর্দী থানার ওসি এস আলম।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ