ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কবির ভূঁইয়া নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কবির ভূঁইয়া।
রবিবার সন্ধ্যায় আখাউড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির ভূঁইয়া উপজেলার উত্তর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাছির ভূইয়ার ছেলে। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের সভাপতি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, কবির ভূঁইয়ার নামে থানায় মামলা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ