চুয়াডাঙ্গার পর এবার মৌলভীবাজারে স্বামীর হাতে এক নারী খুন হওয়া অভিযোগ উঠেছে। ওই নারীর নাম রোজিনা বেগম (২৯)। তার স্বামী হেলাল মিয়া (৪০) কুয়েত প্রবাসী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রোজিনার ভাই কামরুল জানান, বেশ কিছুদিন ধরে শ্বাশুড়ি ও ননদের সঙ্গে মনোমালিন্য চলছিল রোজিনার। এরই প্রেক্ষিতে গতরাতে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল জানান, রোজিনার গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে আলেয়া বেগম (৪২) নামে এক নারীকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করে তার স্বামী রহম আলী (৫২)।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ