রংপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, কোতয়ালীতে বিএনপির তিন ও জামায়াতের এক, মিঠাপুকুরে জামায়াত-শিবিরের পাঁচ, বদরগঞ্জে জামায়াতের এক ও পীরগাছায় বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের এসব কর্মীকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের এসব কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার অভিযোগ রয়েছে।
একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে অন্য মামলায় ৫৮ জনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ