চাঁপাইনবাবগঞ্জে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। গতকাল রবিবার থেকে শুরু হওয়া অভিযানের আজ দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই শতাধিক বাড়িঘর, দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।
পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, চাঁপাইনবাবগঞ্জে রেলের প্রায় ৩শ' বিঘা সম্পত্তিতে প্রায় ৮শ' অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ইতিপূর্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হলেও অবৈধ দখলদাররা তা সরিয়ে না নেওয়ায় গতকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ দোকানপাট ভেঙ্গে ফেলা হচ্ছে। এতে স্থানীয় পুলিশসহ রেল পুলিশ সহায়তা করছেন।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ