কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার হাজী নুরুল হাকিমের ছেলে রহিম উল্লাহ (৪০) ও মিস্ত্রি পাড়া এলাকার মৃত সোনা আলীর ছেলে আব্দুস সালাম (৪৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, আজ সোমবার ভোরে এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে গ্রেফতার হওয়াদের অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ অবশেষে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ