রেলে নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেলকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুহম্মদ মাহবুব উল ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ৭ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলের আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নি সংযোগের মামলায় পার্ণেলকে আসামী করে মামলা হয়। মামলায় দীর্ঘদিন পলাতক থেকে তিনি আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
পার্ণেলের আইনজীবী শফিউজ্জামান শফি মামলাটি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ