২০২০ সালের মধ্যে দেশ থেকে মরণব্যাধী জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে মাদারীপুর জেলায় ব্যাপক হারে টিকাদান (এমডিভি) কার্যক্রম সফল করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হলমেম অনুষ্ঠিত সভায় সরকারি বেসরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভোলানাথ বসাকের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিরোদ বরণ জয়ধর, ভেটেরিনারী সার্জন ডা. মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম প্রমুখ। সভার মূল আলোচনা ও সমন্বয় করেন উক্ত ক্যাম্পেইনের এমডিভি কনসালটেন্ট ডা. মো. রাশেদ আলী শাহ। সভায় ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত উপজেলার সকল কুকুরকে জলাতঙ্ক রোগ নির্মূলে (এমডিভি) টিকাদান কর্মসূচি সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ