নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইচরা গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইসমাইল হোসেন (৪৭) ওই গ্রামের আব্দুল মন্নানের ছেলে। সোমবার সকাল আটটার দিকে বাড়ির পাশে ক্ষেতের মধ্যে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী ইমাইলের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করছিল। রবিবার দিবাগত ভোর রাতের দিকে সন্ত্রাসীরা দাবিকৃত টাকার জন্য ইসমাইলের বাড়িতে আসে। টাকা না পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে গুলিবিদ্ধ ও ক্ষত বিক্ষত অবস্থায় ইসমাইলের মরদেহ ফেলে যায় সন্ত্রাসীরা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ