জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ''প্যারিসে হামলার ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী তিনজন চিহ্নিত হয়েছে। অথচ আমাদের দেশে হবে, হচ্ছে, দ্রুত হচ্ছে এমন সব কথাবার্তায় মানুষ বিরক্ত হয়ে উঠেছে।''
সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ''রাজন ও রাকিব হত্যাকাণ্ডের বিচারের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায়ও তেমন দৃষ্টান্ত স্থাপন দেখতে চান দেশবাসী।''
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে ড. মিজান বলেন, ''কোনো সভ্য রাষ্ট্রে যেখানে আইনের শাসনের ন্যূনতম মানদণ্ড রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনই গ্রহণযোগ্য হতে পারে না। এটি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।''
হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 'মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ড. মিজানুর রহমান।
জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ