রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বায়া বাজার এলাকা থেকে পবার নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে পিন্টুর বাড়ির পাশের বাঁশ বাগান থেকে তাদের আটক করে যৌথবাহিনী।
আজ সোমবার দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তারা পাশের একটি বাঁশ বাগানে অবস্থান করছিলেন। পিন্টুর নামে নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে। তবে অপরজনের নাম প্রকাশ করেননি ওসি।
ওসি আবদুর রউফ আরও জানান, এর আগে রবিবার সন্ধ্যায় একই এলাকা থেকে জামায়াত নেতা মামুন-অর-রশিদ মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা