নেত্রকোনা কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় ইজি বাইকচাপায় সোমবার সকালে কুতুব আলী ওরফে আব্দুল কদ্দুছ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দরিপচাশি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামে হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর মাজার শরীফে থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মদনপুর শাহ্ সুলতান (রহ.) ডিগ্রি কলেজের সামনে একটি ইজিবাইক বৃদ্ধকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা