অজপাড়া গাঁয়ে দীর্ঘদিন ধরে চাষ হয়ে আসছিল গাঁজার। ভাইয়ের কাছ থেকে জমি ইজারা নিয়ে গাঁজার বাগান করেন নবির উদ্দিন। সেই বাগানে অন্যের প্রবেশও ছিল কড়াকড়ি। তবে এর পরও শেষ রক্ষা হয়নি। রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে গোপনে গড়ে তোলা গাঁজার বাগান ধ্বংস করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করেছে দুইজনকে।
আটককৃতরা হলেন: উপজেলার জোতকার্ত্তিক গ্রামের বাগান মালিক নবির উদ্দিন (৪৫) ও তার সহযোগী হাবিবপুর গ্রামের ইয়াছিন আলী (৬০)।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, আটক নবির উদ্দিন তার ভাইয়ের কাছ থেকে জমি ইজারা নিয়ে হাবিবপুর এলাকায় গাঁজার বাগান তৈরি করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে সেখানে গাঁজার চাষ করছিলেন নবির। সেই গাঁজার বাজারে বিক্রি করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজার বাগানটি ধ্বংস করে দিয়েছে। বাগানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা