নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তহবিল থেকে প্রত্যেক পরিবারকে এক বান ঢেউটিন, ৩ হাজার টাকা ও ৩০ কেজি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, লালোর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম।
উল্লেখ্য, ১৩ নভেম্বর রাতে উপজেলার লালোর ইউনিয়নের বামন মাঝগ্রামে আঃ জলিল, রফিক প্রাং, রবিউল ইসলাম ও রোকেয়া বেগমের বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়।