সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক-সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা থেকে সলঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। সে থানার সাতটিকরী গ্রামের আলহাজ মকবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হরতাল অবরোধ চলাকালে উল্লাপাড়া ভূমি অফিসে আগুন দেওয়াসহ নাশকতায় অভিযোগে দায়ের কারা কয়েকটি মামলার এজাহার ভুক্ত আসামী। রফিককে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছে।