ঝালকাঠির রাজাপুরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের ধাক্কায় সিজদা আক্তার (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার বলাইবাড়ি এলাকায় ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় আহত হয় সে। দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিজদা আক্তার গালুয়া এসকে বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে গালুয়া গ্রামের বাদল আকনের মেয়ে।
পুলিশ জানায়, বাড়ি থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিতে রাজাপুর সদরের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল সিজদা। পথে বলাইবাড়ি এলাকায় সিজদাকে বহনকারী মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায়।
এতে পরীক্ষার্থী সিজদা, মোটরসাইকেল চালক আমান আহমেদ (১৮) ও পথচারী মোজাম্মেল খন্দকার (৭০) আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের সেখান থেকে শেবাচিমে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সিজদা মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন