চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় স্থানীয় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ডিঙ্গেদহ এলাকায় যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দার ও জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর অনুসারী দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নঈম গ্রুপের আজিজুল ইসলাম আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন