জ্বলন্ত বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া উচ্ছিষ্টাংশ থেকে আগুন লেগে ষোলশহরের আমিন জুট মিলের ক্ষতি হয়েছে ৫ লাখ টাকার।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মিলটির সীমানার ভেতর খোলা জায়গায় রাখা পাটের স্তূপে আগুন ধরে যায়।
বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর প্রহ্লাদ কুমার সিংহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি দুর্ঘটনাস্থলে যায়। তারা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন