হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে গৃহবধূ লুতফুননেসার (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকালে স্থানীয় লালমিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল জানান, পারিবারিক কলহ থেকে গৃহবধূটি আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে প্রতিবেশীরা। দুপুরে ঘরের চালে ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, লুতফুননেসার স্বামী মো. বাহাদুর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তিনি বেশ কয়েকটি মামলার আসামি।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন