কক্সবাজার বিমানবন্দর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশের সীমানা দেয়াল ঘেঁষা এলাকায় এটি উদ্ধার করা হয় বলে জানান ম্যানেজার সাধন কুমার মোহন্ত।
সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের বোমা ডিস্পোসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনের নেতৃত্বে একটি বোমা বিশেষজ্ঞ দল রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উদ্ধার হওয়া বস্তুটি ‘এয়ার বোমা’ বলে জানানো হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া এয়ার বোমাটির ওজন ৫ শত পাউন্ড এবং দৈর্ঘ্য ৪ ফুট। বোমাটির গায়ে লাগানো একটি পাতে লেখা রয়েছে এটি ১৯৫৪ সালে তৈরি। বোমাটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় নিক্ষেপ করা হলেও অবিস্ফোরিত ছিল। বোমাটি এয়ারপোর্ট এলাকায় নিষ্ক্রিয় করা ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে মঙ্গলবার নিষ্ক্রিয় করা হবে।
কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরে নির্মাণকাজ চলছে। এক্সক্যাভেটর দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাটি খননের সময় শ্রমিকরা বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে বোমাটি শনাক্ত করে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন