পঞ্চগড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। কাউন্সিল ঘিরে জেলার নেতাকর্মীরা এখন উজ্জীবিত। অধিকাংশ নেতাকর্মীই চান দলের জন্য যারা শ্রম দিচ্ছেন তারাই আসুক নেতৃত্বে। তরুণ নেতাকর্মীরা চাইছেন নতুন নেতৃত্ব। তবে ধারণা করা হচ্ছে জাসদের কেন্দ্রীয় নেতা এবং এই আসনের সাংসদ নাজমুল হক প্রধানের ইচ্ছাতেই এই জেলায় গঠিত হবে জাসদের নেতৃত্ব। অবশ্য এ নিয়ে দলে কারও আপত্তিও শোনা যায়নি। নেতা কর্মীরা বলেছেন তিনি সবকিছুই বোঝেন এবং কারা দলের জন্য কাজ করছেন বা করবেন সবকিছুই তার নজরে আছে। নাজমুল হক প্রধান বিচক্ষনতার মাধ্যমেই দলের নেতৃত্ব তৈরী করবেন এমনটাই আশা করছেন নেতাকর্মীরা।
কউন্সিল ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কাউন্সিল ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও উচ্চ পর্যায়ের পদগুলোতে কারা কারা প্রার্থী হচ্ছেন এ নিয়ে কেউই মুখ খোলেননি। কেউ প্রার্থীতাও ঘোষণা করছেন না। কাউন্সিলরদের ভোটে নাকি মৌখিক ভাবে নেতা নির্বাচন করা হবে তাও জানা যায়নি।
জাসদের বর্তমান সাধারন সম্পাদক আব্দুস সাত্তার জানান,‘ কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে কাউন্সিলের দিনই সিদ্ধান্ত নেয়া হবে।’
কেন্দ্রীয় সহ সম্পাদক এমরান আল আমীন জানান,‘ ত্যাগী নেতা কর্মীদের মতামতের ভিত্তিতেই নির্ধারন করা হবে এই জেলার নতুন নেতৃত্ব। তবে নেতা বড় কথা নয় জাসদে সবাই কর্মী হিসেবেই কাজ করবে।’
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙা।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা