জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোলাই মদ খেয়ে রবিদাস (৩৫ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রবিদাস নিলক্ষিয়া বাজার এলাকার কাশেকান্দি দাসের ছেলে। তিনি ওই বাজারে মুচি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রবিদাস সোমবার রাতে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজার থেকে চোলাই মদ নিয়ে আসেন। মঙ্গলবার সকালে এই মদ খেয়ে মারা যান তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ