দিনাজপুরের বিরামপুরে ৫টি সোনার বারসহ মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক সুলতান মাহমুদ হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।
২৯ বিজিবি বিরামপুর বিওপি সদস্য হাবিলদার মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে আজ সকাল সাড়ে ৭টায় কলেজ মোড়ে মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তলাশী করে ৫টি সোনার বার পাওয়া যায়।
২৯ বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ