মৌলভীবাজারের রাজনগরে মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন ছবি ও ভিডিও তুলে ইন্টারনেটে পোস্ট করায় মো. আব্দুল হাকিম নামে এক যুবককে খুঁজছে পুলিশ। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও আইনুর আক্তার পান্না।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্কুলের ছাত্রীদের যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল এক যুবক। বিভিন্ন সময় সেলফি তোলার নামে ছাত্রীদের ছবি তুলতো। গত ১১ নভেম্বর অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের ছবি ও ভিডিও তুলে ফেসবুকে আপলোড করায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার রাজনগর থানার পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনগর উপজেলার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা-যাওয়ার সময় দক্ষিন খারপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম (৩০) নামে এক যুবক ছাত্রীদের ছবি তুলতো। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব ছবি আপলোডও করতো। গত ১১ নভেম্বর বুধবার অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা কেন্দ্র রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার আগে কয়েকজন ছাত্রীর ভিডিও তুলে ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে। বিষয়টি ছাত্রীদের অভিভাবকদের দৃষ্টিগোচর হলে তারা ভিডিও ইন্টারনেটে ছাড়ার কারণ জানতে চান। এতে সে সদুত্তর দিতে পারেনি। পরে দু'জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না বলেন, অভিভাবকরা এসে লিখিত অভিযোগ দেওয়ায় আমি রাজনগর থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। রাজনগর থানার পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দে বলেন, সে আগেও ছাত্রীদের উত্যক্ত করেছিল। পরে তাকে স্কুলে ডেকে আনার পর এ ধরণের কাজ আর করবে না বলে অঙ্গীকার করে। কিন্তু এখন সে ভিডিও আপলোড করেছে। এ বিষয়ে রাজনগর থানার পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
রাজনগর থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ