ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় ৩ জনকে পিটিয়ে আহত করে ডাকতরা। লুট করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল।
ভুক্তভোগীরা জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে পৌরসভার হামিদপুর গ্রামের তরিকুল ইসলাম ও প্রভাষক আবুল কালামের বাড়িতে একদল ডাকাত ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে। এ সময় বাধা দিলে ডাকাতরা তরিকুল ইসলাম, তৌহিদুর রহমান আকাশ ও সাজেদা বেগমকে পিটিয়ে আহত করে।
তারা আরও জানান, ডাকাতরা দুইটি বাড়ি থেকে নগদ ৭২ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, জিনিসপত্রসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনায় সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব