চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা সোহরাব আলী রয়েছেন।
পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, সদর উপজেলা থেকে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা থেকে ১২ জন, নাচোল উপজেলা থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব