লক্ষ্মীপুরের রামগতির পৃথক স্থানে ৪ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ আলেয়া বেগম ও রিমা আক্তার নামের আরো এক গৃহবধূকে যৌতুক দাবিতে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আলেয়া বেগম নোয়াখালী জেলার সুবর্ণচরের ছিদ্দিক আহম্মদের মেয়ে ও রিমা আক্তার রামগতি উপজেলার আলেকজান্ডার গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
নিহত আলেয়া বেগমের বাবা ছিদ্দিক আহম্মদ অভিযোগ করে বলেন, যৌতুকের টাকা দিতে না পারায় মেয়ের জামাই রাসেল ও শশুর বাড়ির লোকজন সোমবার বিকেলে আলেয়া বেগমকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন। এসময় আত্মহত্যা বলে প্রচারণা চালায় তারা। পরে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
এ দিকে যৌতুকের দাবিতে একই উপজেলার আলেকজান্ডার গ্রামের রিমা আক্তার নামের অরো এক গৃহবধূকে তার স্বামী সুমন ও শশুর পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রিমার বাবা আলমগীর অভিযোগ করেন, যৌতুক দাবিতে মেয়েকে মারধর করে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে ঘটনাস্থলে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আলেয়া বেগম ও রিমা আক্তার নামে দু’ গৃহবধূর মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা নেয়া হয়েছে। আলেয়ার শাশুড়ি রোকেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও পুলিশ খুঁজছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন