ঝিনাইদহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামে আজ মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে রাশিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রাশিদুল বেড়াশুলা গ্রামের সার ব্যবসায়ী আফাজ উদ্দীনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, পিতার চোখ ফাঁকি দিয়ে রাশিদুল দুপুর ১২টার দিকে বেড়াশুলা গ্রামের কালিপোতা নামক স্থানে পৌঁচ্ছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন