সিরাজগঞ্জের তাড়াশে প্রেম জনিত কারনে গায়ে কেরোসিন ঢেলে চন্দ্রনা রানী রুহিদাস (২২) নামের এক স্বামী পরিত্যক্তা নারী আত্মহত্যার চেষ্টা করেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের উত্তর ওয়াপদা বাঁধ এলকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ওই নারীর মুখমন্ডলসহ শরিরের সম্মুখ অংশ পুরে গেছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রনা উত্তর ওয়াপদা বাধ এলাকার মতিলাল রুহিদাসের মেয়ে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, কন্যা সন্তান নিয়ে স্বামী পরিত্যাক্তা চন্দ্রনা রানী রুহিদাস ৪ বছর যাবৎ তার মায়ের বাড়িতে বসবাস করত। সোমবার রাতে মেয়ের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই চন্দ্রনাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ না দিলেও মঙ্গলবার সকাল ১০ টায় চন্দ্রনার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। প্রেম জনিত কারনে চন্দ্রনা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন