লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জে এস সি পরীক্ষার্থীকে উক্ত্যাক্ত করার অপরাধে নাজমুল হাসান(১৯)নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম এ আদেশ দেন।
বখাটে নাজুমল হাসান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরনতল গ্রামের আফতাফ হোসেনের ছেলে।
জেএসসি পরীক্ষার্থীর বাবা জাহেদুল ইসলাম জানান, প্রতিদিন পরীক্ষায় আসার সময় তার মেয়েকে রাস্তায় উক্ত্যক্ত করত। এক সাপ্তাহে আগে ওই ছেলের বাড়িতে গিয়ে বখাটের বাবা-মাকে বলেও এসেছি, পরেদিন আমকে ফোন করে হুমকীও দিয়েছে। মঙ্গলবার সকালে পরীক্ষা শেষ হবার পরে ঐ ছাত্রীকে শারীরিকভাবে উক্ত্যক্ত করার চেষ্টা করলে ৮ম শ্রেণির ওই ছাত্রী চিৎকার করে। একপর্যায়ে স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে আটকৃত বখাটেকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীনুর ইসলামের ভ্রম্যামান আদালতে হাজির করা হলে ছাত্রীকে ইভটিজিং করা দায়ে নাজমুল হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম ঘটনার নিশ্চত করে জানান, বিকেলে বখাটে যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন