বগুড়ার নন্দীগ্রামে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইব্রাহীম আলী (২৮) নামের এক মুরগী খামার মালিকের মৃত্যু হয়েছে।
নিহত ইব্রাহীম উপজেলার বুরইল ইউনিয়নের দেওলিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, ইব্রাহীম তার মুরগীর খামারের ইঁদুর মারার জন্য ইঁদুরের গর্তে বৈদ্যুতিক লাইন দিয়ে রেখেছিলেন। আজ মঙ্গলবার সকালে ভুলক্রমে তিনি ওই গর্তে হাত দিলে বিদ্যুতের তারে জড়িয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন