পিরোজপুরে যে কোন ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এদের আটক করা হয়।
সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিলের রায়কে সামনে রেখে জেলায় যে কোন ধরনের নাশকতা রোধে পিরোজপুরে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুরে একজন মেজরের নেতৃত্বে বিজিবির সদস্যরা পিরোজপুর আসে।
পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু আশ্রাফ জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, চরমপন্থী আটক, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান যৌথ অভিযানের অংশ হিসাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাতভর অভিযানে জেলায় বিএনপি জামায়াত নেতাকর্মী সহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন