মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুটের খনন কাজে নিয়েজিত এক ড্রেজার মাস্টারকে মারপিট করে আহত করেছে রামপালের পেড়ীখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল ও তার ক্যাডার বাহিনী।
এঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এরুটের খনন কাজের ৯টি ড্রেজারের মাস্টার-কর্মচারীরা কাজ বন্ধ করে দেয়। সন্ধায় ওই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুলকে পুলিশ আটক করার পর পুনারায় ড্রেজিং শুরু করে তারা।
বিআইডব্লিউটিএ ও পুলিশ জানায়, সরকারের অগ্রাধিকার প্রকল্প মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুটের রামপাল পুরাতন ঘাট এলাকায় মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ’র একটি ড্রেজার খনন কাজ শুরু করে। এর কিছুক্ষন পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল তুচ্ছ ঘটনার জের ধরে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে ড্রেজার মাস্টার শাহজাহানকে (৫৫) অকথ্য ভাষায় গালমন্দ করাসহ পিটিয়ে আহত করে। এ ঘটনার পর পরই এ নৌপথ খনন কাজে নিয়োজিত ৯টি ড্রেজারের মাস্টার ও বিআইডব্লিউটিএ’র কর্মচারীরা প্রতিবাদে ড্রেজিং কাজ বন্ধ করে দেয়।
টনক নড়ে প্রশাসনের, তাদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে বিআইডব্লিউটিএ’র কর্মচারীদের মধ্যে। এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিআইডব্লিউটিএ’র উর্ধতন কর্তপক্ষ ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের মধ্যস্থতায় কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। পরে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুলকে পুলিশ আটক করার পর সন্ধ্যায় পুলিশ পাহরায় পুনারায় ড্রেজিং শুরু করে তারা।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক জানান, বিষয়টি সম্পর্কে অবহীত হওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়ার পর সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুলকে পুুলিশ আটক করেছে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাবুল দাবি করেছেন, স্থানীয় এমপি’র নির্দেশনা অনুযায়ী খনন কাজ না করার কারণে তিনি ড্রেজার মাষ্টারকে গাল মন্দ করেছেন। তবে ড্রেজার মাষ্টারকে মারপিটের কোন ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন