যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একই সঙ্গে নেত্রকোনা জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ঢাকায় তলব করা হয়েছে।
গত রবিবার নেত্রকোনার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন সম্মেলনে উপমন্ত্রী কর্তৃক চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় বুধবার এমপি হোস্টেলের অফিসে তাদের নিয়ে বসতে যাচ্ছে দলের শীর্ষ নেতারা। দলের স্থানীয় ও কেন্দ্রীয় সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেতাদের ডেকে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘উদ্ভুত পরিস্থিতি যাতে আর না হয় তাই তাদের সাথে কথা বলতে ঢাকায় ডাকা হয়েছে।’
স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান, সাধারণ সম্পাদক ও পিপি এ্যাডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়কে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
সূত্রটি আরো জানায়, এ সময় বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম উপস্থিত থাকবেন।
জানতে চাইলে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেন, ‘আমার এমপি হোস্টেলের অফিসে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাদের ডাকা হয়েছে। জয়ের এমন কাণ্ডে পাঁচটি উপজেলার সম্মেলন স্থগিত করা হয়েছে। এ উপজেলার সম্মেলন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ জন্যই তাদের ডাকা হয়েছে।’
গত রোববার নেত্রকোনার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও তার বড় ভাই নুর খান মিঠু স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসনেকে মারপিট করে। পরে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরলে সম্মেলন পন্ড হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন