কিশোরগঞ্জ জেলা ইসলামি ঐক্যজোটের সভাপতি ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমেন শেরজাহানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বাড়ি জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামে।
বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়ে তার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তার অত্যাচারে ঘাগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম খোকনসহ এলাকার অন্তত ৩০ টি পরিবার গ্রামছাড়া বলে জানা গেছে।
তার বিরুদ্ধে মিঠামইন থানায় হত্যা, নারী নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ ২৫ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে “বাড়িঘর ভাঙচুর দখল, গ্রামছাড়া ৩০ পরিবার” শিরোনামে মাওলানা শেরজাহানের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন