খুলনায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে চল্লিষোর্ধ্ব এক যুবক।
খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনি মহল-বগদিয়া গ্রামে মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন জানান, উপজেলার উত্তর চন্দনি মহল-বগদিয়া গ্রামের শিশুকন্যা টেলিভিশন দেখতে মকবুলের বাড়িতে যায়। এ সময় ঘরে কেউ না থাকায় মকবুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মকবুলকে আসামি করে রাতেই দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মকবুল স্থানীয় স্টার জুটমিলের শ্রমিক। সে মৃত সরোয়ারের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন