ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. শাকিব মিয়া (৩০) নামের এক ডাকাত নিহত হয়েচে।
বুধবার ভোর ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার গোলাসার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিব মিয়া মরাপুকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, “বুধবার ভোরে ডাকাতেরা গোলাসার গ্রামে কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ দিয়ে ব্যারিকেড দিচ্ছিল। এ সময় টহলরত পুলিশ সেখানে এগিয়ে গেলে ডাকাতেরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে শাকিব গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পরে শাকিবকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
শাকিবের কাছ থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি এবং ঘটনাস্থল থেকে তিনটি রাম দা উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টসহ কসবা থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব