একটি মৃত ছাগলের বিষয় নিয়ে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় মুনসুর আলী (৪৮) নামে একজন নিহত এবং আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলী হলেন- শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর ডাকাত পাড়া গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
এই ঘটনায় আতাউর রহমান, আনিসুর রহমান ও তোজাম্মেল হক নামের তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতপাড়া গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. মনসুর আলীর ভুট্রা ক্ষেতে বেশ কয়েকদিন আগে একটি মৃত ছাগল পাওয়া যায়। ছাগলটির মালিক একই গ্রামের হুমায়ুন অভিযোগ করেন, ছাগলটি ভুট্রা ক্ষেতের মালিক মুনসুর আলী মেরে ফেলে রাখে এবং বিষয়টি নিয়ে তিনি স্থানীয় মুরব্বিদের কাছে বিচার দেন।
এনিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ওই গ্রামে একটি শালিস বৈঠক বসে। শালিসে মুনসুর আলী ছাগলটি মেরে ফেলার বিষয়টি অস্বীকার করলে প্রতিপক্ষ শালিস বৈঠকে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মুনসুর আলী এবং শালিসে আসা আতাউর রহমান, আনিসুর রহমান ও তোজাম্মেল হক আহত হন।
এব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব