কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। উপজেলার লালমাই বাজার সংলগ্ন এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: লাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামের মো. আলী আজম (৭০) ও তার স্ত্রী ছামনা খাতুন (৬০)। হতাহতরা সকলে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে আসছিল একটি মাইক্রোবাস। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটেনি।
লাশগুলোর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদেরকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা