মাদারীপুরে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা জামায়াতের রোকন আলি হায়দার ও পৌর শিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদকে আটক করেছে পুলিশ।
মঙ্গরবার গভীর রাতে শহরের পুরান বাজার ও পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, দেশে অরাজকতা সৃষ্টি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে জেলা জামায়াতের রোকন আলি হায়দার ও পৌর শিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব