যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের উদ্যেগে আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ক্যাম্পাস প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে তারা।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন আজিম, নজরুল ইসলাম ফরহাদ, সাইদুল ইসলাম রকি, আফসান বিন বাপ্পী, সাজ্জাদুর রহমান সাগর, শাহনেওয়াজ হিরা প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা