সিরাজগঞ্জে বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ হারুন অর রশিদ ওরফে বাবু (৩২) নামের এক যুবদল নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার গভীর রাতে কামারখন্দ উপজেলার নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর কর্মচারী ব্যারাকের ৬নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হারুন অর রশিদ বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামের আবু সাঈদের ছেলে এবং উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর কর্মচারী ব্যারাকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ যুবদল নেতা হারুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব