নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ৪১ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ৪৫ জন নেতাকর্মীকে জেলা হাজতে প্রেরণ করেছেন আদালত।
এদিকে, শিক্ষিকা হত্যা মামলায় মঙ্গলবার বিকালে বিএনপির নেতা ফজলে এলাহী পলাশ (ভিপি পলাশ) সহ ৪ নেতাকর্মী নোয়াখালীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর নোয়াখালীর মাইজদী পৌর বাজারে সামনে পিকেটারদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকা সামছুন নাহার মারা যায়। ওই মামলায় পুলিশের এসআই মাসুদ আলম বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, ভিপি পলাশ ও কাম্যাক্ষা চন্দ্র দাস সহ ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করে। ওই মামলায় হাজির হয়ে আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে ভিপি পলাশসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা